Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

সীপকস

সীমান্ত পরিবার কল্যান সমিতির নীতিমালা-২০১২

ভুমিকা
১। ‘সীমান্ত পরিবার কল্যান সমিতি’ (সীপকস)বর্ডার গার্ড বাংলাদেশ পরিবারের নারী ও শিশু সদস্যদের সার্বিক কল্যাণে নিবেদিত একটি শিক্ষামুলক ও কল্যানমুখী প্রতিষ্ঠান। সভ্যতার ক্রমবিকাশে বাংলাদেশের নারীরা ও আজ পুরুষের পাশাপাশি সামনে এগিয়ে চলেছে। বর্ডার গার্ড পরিবারের মহিলা সদস্যদের মধ্যে মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদেরকে আত্মমর্যদাশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই সমিতি কল্যানী ভুমিকা রাখবে। বিজিবিতে কর্মরত ব্যক্তিবর্গের স্ত্রী, কন্যা, বোন ও পোষ্যগন এই সীপকসের সদস্য হয়ে বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি লাভ করবেন। তাই সীপকস কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য একটি সহজ ও স্বচ্ছ Guideline বা নীতিমালা প্রস্ত্তত ও প্রণয়নের উদ্যোগ গ্রহন করা। কেন্দ্রীয় সীপকস সহ শাখা/উপশাখা সমুহের দিক নির্দেশনার ক্ষেত্রে এটি মুখ্য ভুমিকা রাখবে। এ নীতিমালা সকলে যথাযথভাবে অনুসরণ করলে ‘সীপকস’ এর কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা আসবে এবং সুষ্ঠভাবে সমিতির কার্যক্রম চালানো যাবে বলে আমাদের বিশ্বাস।
উদ্দেশ্য ।
২। বর্ডার গার্ড পরিবারের মহিলা সদস্যদেরকে বিভিন্ন কারিগরী বিষয়ে প্রশিক্ষিত করে আত্ম নির্ভরশীল ও সামাজিক ভাবে স্বাবলম্বী করে তোলা। লক্ষ্য । 
৩। সীপকসের বৃহত্তর উদ্দেশ্য অর্জনের জন্য আমরা কিছু লক্ষ্য নির্বাচন করেছি যা নিম্নরুপঃ

ক। বিজিবি পরিবারের মহিলা ও শিশুদের সীপকস প্রশিক্ষন কার্যক্রমে অংশগ্রহন করতে উৎসাহ প্রদান করা । 
খ । সীপকস নারী ও শিশুদের জন্য একটি বন্ধুত্বপূর্ন ও নিরাপদ পরিবেশ তৈরী করা।
গ । ব্যক্তিগত মান উন্নয়ন সহায়ক ও অকর্ষীনীয় প্রশিক্ষণ প্রোগ্রাম পরিকল্পনা করা।
ঘ । উচ্চশিক্ষিত ও উৎসাহী অফিসার পত্নীদের সীপকস প্রমিক্ষণ ও প্রশাসন কার্যক্রমে অংশগ্রহন করানো।
ঙ । স্বল্প মেয়াদী ও কার্যকরী প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা করা।
চ । যে সব প্রশিক্ষণে খরচ বেশী ও বিশেষজ্ঞ প্রশিক্ষক ও ট্রেনিং সুবিধা প্রয়োজন হয় এমন সাবজেক্ট সীপকসে প্রশিক্ষণ দেয়া।
ছ । এমন প্রশিক্ষনে জোর দেয়া যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে পাশাপাশি অর্থ উপাজর্নে ও সাহায্য করে।
জ । সুন্দর একটি শিক্ষা পরিবেশ সৃষ্টির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বন্ধন ও উন্নয়ন করা।
ঝ । উন্নত মানের প্রশিক্ষণ সামগ্রী ও সুবিধাসমুহ সীপকসে রাখা যা সাধারনতঃ ব্যক্তিগত বাসস্থানে সম্ভব নয়।
ঞ । প্রতিদ্ধন্ধীতামুলক সমাজে কার্যকরী সাবজেক্ট এবং নতুন টেকনোলজি সমুহ সীপকসে প্রশিক্ষণ প্রদান করা। সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সংগঠন।

৪ । মাননীয় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এই সমিতির প্রধান উপদেষ্টা এবং তার সহিধর্মিনী প্রধান পৃষ্টপোষক। সীপকস মুলতঃ অফিসার পত্মীদে র পরিচালনায় চলবে। প্রতিটি কেন্দ্রে ১/২ জন সমন্বয়কারী অফিসার ও কিছু সৈনিক এর সমন্বয়ে অন্যান্য সদস্য সংগঠিত হবে। সীপকস পর্ষদের সদস্যাবৃন্দ প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশনাক্রমে সীপকস এর দায়িত্ব সমুহ পালন করবেন। সীমান্ত পরিবার কল্যান সমিতি নিম্নবর্ণিত স্তরে সংগঠিত হবেঃ

ক । কেন্দ্রীয় সীপকস, পিলখানা, ঢাকা।
খ ।শাখা সীপকস (সেক্টর পর্যায়ে)(বিজিটিসিএন্ডএস সহ ১২টি শাখা সীপকস)।
গ । উপশাখা সীপকস (ব্যাটালিয়ন পর্যায়ে)(২৮টি উপশাখা সীপকস) ।

কেন্দ্রীয় সীপকস এর পরিচালনা পর্ষদ ও সংগঠন।
পিলখানাস্থ সীপকস কেন্দ্রীয় সীপকস হিসাবে কাজ করবে। মহাপরিচালক মহোদয়ের সহধর্মিনী যথারীতি প্রধান পৃষ্ঠপোষক হিসাবে এর সার্বিক পৃষ্ঠপোষকতা করবেন। এটা হবে সকল শাখা/ উপশাখা সীপকসের মুল চালিকা কেন্দ্র ও এর মাধ্যমেই প্রধান পৃষ্ঠপোষকতা তার নির্দেশনা, সমন্বয় ও পরিচালনা সম্পন্ন করবেন।

ক । পরিচালনা পর্ষদ ও সদস্যগণঃ

(১) সভানেত্রী - অতিরিক্ত মহাপরিচালকের সহধর্মীনী।
(২) সহ সভানেত্রী - যে কোন একজন উপ-মহাপরিচালকের সহধর্মিনী।
(৩) সাধারণ সম্পাদিকা - পিলখানাস্থ গ্রেড-১/পরিচালকের সহধর্মিনী।
(৪) কোষাধ্যক্ষা - লেঃ কর্ণেল/মেজর পদবীর অফিসারের সহধর্মিনী।
(৫) সদস্যা (দুইজন) - ০২ জন উৎসাহী অফিসারের সহধর্মিনী। (চিলড্রেন ক্লাব পরিচালনাকারী)
(৬) সমন্বয়কারী অফিসার - পি এস টু ডিজি (জি এসও -২ কর্ড), মহাপরিচালকের সচিবালয় অথবা প্র্ধান পৃষ্ঠপোষক কর্তৃক নির্বাচিত যে কোন অফিসার ।

খ। কেন্দ্রীয় সীপকস পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কর্তব্যা। কেন্দ্রীয় সীপকস পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কর্তৃব্য ক্রোড়পত্র ‘ক’ তে সন্নিবেশিত করা হলো।
গ। কর্ম পদ্ধতি । পরিচালনা পর্ষদ সদস্যরা পর্যায় ক্রমে উপস্থিত থেকে সরাসরি কেন্দ্রীয় সীপকসের কার্যবলী পরিচালনা ও নিয়ন্ত্রন করবেন। সীপকসের প্রসাশন, প্রশিক্ষন, প্রশিক্ষন সামগ্রী ক্রয়, তৈরী পন্য বিক্রয়, সভা আহবান, সমন্বয় সাধন ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষভাবে নির্দেশনার মাধ্যমে ও সমন্বয় কারী অফিসারের সহযোগিতায় কর্মদিবস পরিচালনা করবেন। সকল বিষয়ে প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশনা ও সম্মতি্ক্রমে কেন্দ্রীয় সীপকস পরিচালিত হবে। সমন্বয় সাধনের জন্য প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশে বছরে এক/দুই বার সভানেত্রী লেভেল এবং দুই পর্যায়ে (৫০% সহ- সভানেত্রী প্রথমবার ও বাকি ৫০% সহ-সভানেত্রী ২য় বার)একবার সহ- সভানেত্রী লেভেল সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সীপকস ও শাখা কর্তৃক সভা পরিকল্পনা ও পরিচালনা পদ্ধতি ক্রোড়পত্র ‘খ’ তে সন্নিবেশিত করা আছে।

প্রশিক্ষণ ।
৬ বর্ডার গার্ড বাংলাদেশ এ কর্মরত সদস্যদের পরিবারবর্গের স্ত্রী, কন্যা, বোন ও পোষ্যগণদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করার লক্ষ্যে সীপকস বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে।এ প্রশিক্ষণ বিষয়ক নীতিমালা কেন্দ্রীয় ও শাখা/উপশাখার জন্য প্রযোজ্য হবে।প্রশিক্ষণের স্থান হবে প্রতিটি সীপকস বিল্ডিং বা সমিতি ভবন অবকাঠামোর মধ্যেই। তবে কোথাও শেড বা স্থানীয়ভাবে কোন প্রশিক্ষণ ক্লাসের ব্যবস্থা হলে তাতেই প্রশিক্ষণ পরিচালিত হবে। এক্ষেত্রে ছাত্রী ও প্রশিক্ষকের আরামদায়ক বসার স্থান, প্রশিক্ষণ সামগ্রী স্থাপন ও পরিচালনায় ব্যবস্থা থাকা বাঞ্ছনীয় । প্রশিক্ষণ বিষয় সমুহ (সকল কেন্দ্রের জন্য)
৭। সীমান্ত পরিবার কল্যাণ সমিতির তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ সমুহ নিম্নরুপঃ

ক। দর্জি (সেলাই/কাটিং) ।
খ। সুন্দরসুচী (এ্যাম্ব্রয়ডারী) ।
গ। ডাইং, ব্লক, বাটিক, স্প্রে ও স্ক্রীন প্রিন্টিং ।
ঘ। বেসিক/এ্যাডভান্স কম্পিউটার প্রশিক্ষণ ।
ঙ। Spoken English Course. Customs & Etiquetts, Mannerism and Motivational Subjects (Human quality development)
ছ। মাশরুম চাষ ।
জ। চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ (সচেতনামুলক /শিক্ষামুলক) ।
ঝ। চিলড্রেন ক্লাবের প্রশিক্ষণ ।
ঞ। যে কোন নতুন বিষয় যা যুগোপযোগী ও কার্যকরী ।

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon