২৮ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপি এর সদস্যগণ চোরাচালান বিরোধ অভিযান চালিয়ে একজন আসামী মোঃ বিল্লাল (২১), পিতা-আবুল কালাম, গ্রাম-তুলাতলি, পোষ্ট– রাজাপালং, থানা-উখিয়া, জেলা কক্সবাজার এর শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৪০০ পীস বার্মিজ ইয়াবা আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।