২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি টহলদল গত ১৪ অক্টোবর ২০১৭ তারিখে ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১০.০০০ (দশ হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট আসামীসহ উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামী (১) রফিক (২২), পিতা-সৈয়দ নূর, গ্রাম-১নং সুইজপাড়া (অবরাং), ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার (২) মোস্তাক আহমেদ (৩৮), পিতা-আবুল বাসার (৩) গফুর (২৫), পিতা-নুর সালাম উভয়ের গ্রাম-নাগকুরা, ডাকঘর-নাগকুরা, থানা-মংডু, জেলা-আকিয়াব (মায়ানমার)। পলাতক আসামী (১) হেলাল উদ্দিন (২২), পিতা-সুলতান মিয়া (২) ফয়সাল (২৫), পিতা-মৃত সুলতান উভয়ের গ্রাম- পুলিশপাড়া, ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করতঃ ধৃত আসামীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।