গত ২৯ জুলাই ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ার বাজার (শাহাপুর পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর নামক স্থান হতে ৯৫টি ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৪ বোতল হুইস্কি, ০৭ কেজি গাঁজা, ২৪,৫০০টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট এবং ১৮৮টি কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,৪৪,৪৪০/- (ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত চল্লিশ)টাকা।