১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অদ্য ১৩ আগস্ট ২০১৭ তারিখ চৌদ্দগ্রাম থানার অন্তর্গত সাহেবেরটিলা নামক স্থান হতে ০১ টি পিকআপসহ ভারতীয় উন্নতমানের শাড়ী ১৯৪০ টি ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২ বোতল হুইস্কি, ৩৭ বোতল ফেন্সিডিল, ০৫ বোতল বিয়ার ক্যান, ০২ কেজি গাঁজা, ১৬৭০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ১১.৩১ ফুট সেগুন কাঠ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১,১৬,২০,২৯০/- (এক কোটি ষোল লক্ষ বিশ হাজার দুইশত নব্বই)টাকা।