১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক গত ০৪ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১৭০০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত গোলাবাড়ী নামক স্থান হতে ০৪ বোতল হুইস্কিসহ ধৃত ০২ (দুই) জনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২২ বোতল হুইস্কি, ০৭ বোতল বিয়ার, ৮৮০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, এবং ০৮ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬,২৫,৫০০/- (ছয় লক্ষ পঁচিশ হাজার পাঁচশত)টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।