Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০২ (দুই) জন আসামী এবং ৭,৬৮,৯০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য আটক


প্রকাশন তারিখ : 2017-08-16

গত ১৫ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত গোলাবাড়ী নামক স্থান হতে ০২ বোতল ফেন্সিডিল এবং ০২ বোতল স্কাফ সিরাপসহ ধৃত ০১ (এক) জন মোঃ মনির হোসেন (৩০), পিতা- মোঃ সামসু মিয়া, গ্রাম- পাঁচথুবি, পোষ্ট+থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে অপর একটি অভিযানে আনুমানিক ২২১৫ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত শাহাপুর নামক স্থান হতে ৪৮ টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ০১ (এক) জন মোঃ শাহ আলম (২৭), পিতা- মৃত ফরিদ আহম্মদ, গ্রাম- বারোপাড়া, পোষ্ট- চাপাপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৬ বোতল হুইস্কি, ০১ বোতল বিয়ার, ১১০ বোতল ফেন্সিডিল এবং ৩১৯২০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭,৬৮,৯০০/- (সাত লক্ষ আটষট্টি হাজার নয়শত)টাকা।