২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক যশোর সীমান্ত হতে গত ০১ জানুয়ারি ২০১৪ হতে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অদ্য ২৪ জুলাই ২০১৭ তারিখ ১০০০ ঘটিকায় খুলনার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাজমুল হাসান খান এর উপস্থিতিতে ধ্বংসকরণের আয়োজন করা হয়। উক্ত ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণেল এ এস এম আনিসুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার, খুলনা, লেঃ কর্নেল মোঃ তারিকুল হাকিম, পিএসসি, অধিনায়ক, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খুলনা, স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি, পুলিশ কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।উল্লেখিত ধ্বংসকরণ অনুষ্ঠানে নি¤œবর্ণিত মাদকদ্রব্যাদি ধ্বংস করা হয়: ভারতীয় ফেন্সিডিল ৬৬,৫৯২ বোতল, বিদেশী মদ - ৫৮০ বোতল, বিয়ার- ৯৭৪ বোতল, বাংলা মদ-৮,৮৩৮ লিটার, গাঁজা- ৫ কেজি ৮৭ পুড়িয়া এবং বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট- ১,৪০,৪৬৭ পিস। ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মোট আনুমানিক সিজার মূল্য ৭,২৮,০৩,৩০০/- (সাত কোটি আটাশ লক্ষ তিন হাজার তিনশত) টাকা।