সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২৩
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক তিনটি অভিযানে ১.২৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২১,৯১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বার্মিজ মদ ও বিয়ারসহ একজন মাদক পাচারকারী আটক ।
প্রকাশন তারিখ
: 2023-02-11
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক তিনটি অভিযানে ১.২৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২১,৯১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বার্মিজ মদ ও বিয়ারসহ একজন মাদক পাচারকারী আটক ।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১.২৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২১,৯১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ বোতল বার্মিজ মদ, ৩৫০ ক্যান বিয়ার ও একটি কাঠের নৌকাসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ০৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের খারাংখালী/জীম্বংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। উক্ত তথ্য প্রাপ্তির সাথে সাথে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক অধীনস্থ বিওপিদ্বয়ের চোরাচালান প্রতিরোধ টহলদলকে অধিক সতর্কতার সাথে দায়িত্বপালনের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৫ হতে আনুমানিক ১০০ গজ উত্তরে সাড়ে চার মাইল নামক এলাকায় অবস্থানরত টহলদল আনুমানিক ২৩১০ ঘটিকায় দুইজন ব্যক্তিকে মায়ানমার হতে একটি কাঠের নৌকাযোগে শূন্যলাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর তীরে নামতে দেখে। উক্ত নৌকাটি দেখা মাত্রই পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা নৌকা হতে লাফিয়ে দ্রুত সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে নাফ ফোয়ারা দ্বীপের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া একটি কাঠের নৌকা জব্দ করতে সক্ষম হয়। টহলদল জব্দকৃত নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১.২৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। এছাড়াও কাঠের নৌকাটিও জব্দ করা হয়। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট ও কাঠের নৌকার আনুমানিক সিজারমূল্য ৬,৮৯,২০,০০০/- (ছয় কোটি ঊননব্বই লক্ষ বিশ হাজার) টাকা। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ২৪০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
অপরদিকে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিনে বগলজোড়া নামক এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। উক্ত সময় টহলদল ৫-৬ জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে কয়েকটি বস্তা কাঁধে নিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। উক্ত ব্যক্তিরা দুর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা বস্তাগুলো ফেলে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া ০৮টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১৫০ বোতল বার্মিজ মদ এবং ৩৫০ ক্যান বার্মিজ বিয়ার (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বার্মিজ মদ ও বিয়ারের সিজারমূল্য ৩,১২,৫০০/- (তিন লক্ষ বার হাজার পাঁচশত) টাকা। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি।
এছাড়াও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। এসময় টেকনাফ হতে চট্টগ্রামগামী একটি বাস (পায়রা পরিবহণ) চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত যাত্রীর সীটের নীচে (চুম্বক দ্বারা) অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১,৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনের সর্বমোট সিজারমূল্য ৫,৭৮,০০০/- (পাঁচ লক্ষ আটাত্তর হাজার) টাকা। আটককৃত আসামীকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাননীয় উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
বিস্তারিত
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মোঃ খোদা বখস চৌধুরী
বিস্তারিত
মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল
বিস্তারিত
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর