Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জানুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে ১.৯৮৩ কেজি ওজনের ১৭ পিস স্বর্ণের বার আটক।


প্রকাশন তারিখ : 2023-01-07
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে ১.৯৮৩ কেজি ওজনের ১৭ পিস স্বর্ণের বার আটক
নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানতে পারে যে, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন পাঁচভূলোট গ্রামস্থ নয়কোনা বটতলা নামক স্থানে কাঁচা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল ০২ জন ব্যক্তিকে পায়ে হেঁটে আসতে দেখে এবং টহলদলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলে। উক্ত ব্যক্তিরা না থেমে দৌড়ে পালাবার চেষ্টাকালে বিজিবি টহলদল তাদেরকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তাদের সাথে থাকা সাদা পলিথিনে মোড়ানো ০২টি প্যাকেট মাটিতে ফেলে (১) মোঃ শাহ আলম (৪২), পিতা- মৃত নবিছ উদ্দিন, গ্রাম, পুটখালী উত্তরপাড়া, পোষ্ট- বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর এবং (২) মোঃ রিয়াজুল ইসলাম খোকা (৪০), গ্রাম-রুদ্রপুর, পোষ্ট- গোগা, থানা- শার্শা, জেলা যশোর দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদের ফেলে যাওয়া পলিথিনের প্যাকেট ০২টি তল্লাশি করে ১.৯৮৩ কেজি ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। স্বর্ণের বারগুলো পাঁচভূলোট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১,৫০,৩১,১৪০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার একশত চল্লিশ ) টাকা।