Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ১১,৬০,৫০,০০০/- (এগারো কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ২.১৪১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।


প্রকাশন তারিখ : 2022-09-03
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ১১,৬০,৫০,০০০/- (এগারো কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ২.১৪১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১১,৬০,৫০,০০০/- (এগারো কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ২.১৪১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাতে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-০৪ হতে আনুমানিক ১৫০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশ এ প্রবেশের নিমিত্তে একটি পরিত্যক্ত কাঠের নৌকায় লুকায়িত রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে উপ-অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ তল্লাশী অভিযান পরিচালনা করে। আনুমানিক ০৩০৪ ঘটিকায় বিজিবি টহলদল কর্তৃক ব্যাপক তল্লাশীর পর জালিয়াপাড়ার নাফ নদীর কিনারায় একটি পুরাতন পরিত্যাক্ত কাঠের নৌকার পাটাতনের নীচে বিশেষ পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১১,৬০,৫০,০০০/- (এগার কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ২.১৪১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত এলাকায় মাদক পাচারকারীদেরকে আটকের নিমিত্তে টহল পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
May be an image of 3 people and text that says "সীমান্তের অতন্দ্র এহরী き教 出 香.料立.影8代48.8ある ররীবাদ- 00,000 ব্যাটালিয়ন সদর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)"