বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১,৫০,০০,০০০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক ।
প্রকাশন তারিখ
: 2022-09-02
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১,৫০,০০,০০০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক ।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাতে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কাষ্টমস মোড় সিএনজি স্টেশনে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ভোর ০৪ টা ৩০ মিনিটের সময় উক্ত স্থান দিয়ে একটি ইজিবাইক বালুখালী হতে উখিয়া যাওয়ার প্রাক্কালে ইজিবাইক চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল কর্তৃক ইজিবাইকটি থামিয়ে পুঙ্খানোপুঙ্খভাবে তল্লাশী করে চালকের বসার ছিটের নিচে অতিকৌশলে লুকায়িত অবস্থায় মাদক পাচারকারী মোঃ আবুহেনা মোস্তফা কামাল (২০), পিতা-বক্তার আহমেদ, গ্রাম-রহমতের বিল, পোষ্ট-বালুখালি, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যের ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা’সহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তার করা হয়েছে। উক্ত মামলায় ০৩ জন পলাতক আসামী রয়েছে।