১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ যশোরে অবস্থিত ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইন্দ্রপুর ব্রিজের পার্শ্বে অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল (8mmkf) এবং ০৩ রাউন্ড গুলি আটক করে। আটককৃত আগ্নেয়াস্ত্রের আনুমানিক মোট সিজার মূল্য ১,০০,৬০০/- (এক লক্ষ ছয়শত) টাকা।