বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভিযানে দর্শনা সীমান্ত থেকে ৭৭.৭০০ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ।
প্রকাশন তারিখ
: 2023-05-25
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভিযানে দর্শনা সীমান্ত থেকে ৭৭.৭০০ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ।
বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ২৪ মে ২০২৩ তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমান তৈরীকৃত রূপার গহনা পাচার করা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সঙ্গীয় টহলদল নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মোবারকপাড়া আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক বিকেল ১৭০০ ঘটিকায় মোবারকপাড়া আবাসিক এলাকায় বসবাসকারী মোস্তফা আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে চোরাকারবারী মোঃ সোহাগ কর্তৃক ফেলে যাওয়া রূপা ভর্তি ০৪টি প্লাষ্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় এবং পার্শ্ববর্তী সোহাগের বসতবাড়ি হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ১২৬টি খালি প্যাকেট এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করে । উদ্ধারকৃত ০৪টি প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৭৭ কেজি ৭০০ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত রূপার গহনা জব্দ করা হয়।
এ ব্যাপারে পলাতক মোঃ সোহাগ (৩০), পিতা- মৃত বাবু আলী, গ্রাম-মোবারকপাড়া, পোস্ট+থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা এর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করতঃ জব্দকৃত ভারতীয় তৈরীকৃত রূপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।