Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০১ জন আসামী এবং ৮,১৪,৮১৫/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক


প্রকাশন তারিখ : 2017-09-13

১২ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপি’র কটক বাজার পোষ্ট এর টহল দল কটক বাজার নামক স্থান হতে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল এবং বাংলাদেশী নগদ ১,৩১৫/- টাকাসহ মোছাঃ সুমি আক্তার (২১), স্বামী- মোঃ স্বপন মিয়া, গ্রাম- গাজীপুর, পোষ্ট- মোগলতলী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যাক্তিকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও একই দিনে উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে ৫৬ বোতল হুইস্কি, ১১,৮০০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৯৮ কেচি চা পাতা, ৫০ কেজি গুড়া দুধ এবং ১৩ টি গরু আটক করে। আটককৃত মাদক দ্রব্য, অন্যান্য মালামাল এবং গরুর সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮,১৪,৮১৫/- (আট লক্ষ চৌদ্দ হাজার আটশত পনের) টাকা।