Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০১৭

চুয়াডাঙ্গায় ৬ বিজিবি’র অভিযানে ০১টি ব্যাটারী চালিত ভ্যান ও ০১ জন আসামীসহ বিপুল পরিমান স্বর্ণের গহনা আটক


প্রকাশন তারিখ : 2017-08-12

১২ আগস্ট ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গায় অবস্থিত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর, জি+ এর সার্বিক তত্ত্বাবধানে দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী মোল্লাবাড়ী এলাকার জামতলা পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০১ (এক) জন আসামীসহ (১। মোঃ সেন্টু শেখ(৩২), পিতা-মোঃ মজনু শেখ, গ্রাম-পারকেষ্টপুর, পোঃ দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২১০ ভরি ০৩ আনা ওজনের উন্নতমানের বিভিন্ন প্রকারের স্বর্ণের গহনা (হাতের বালা-০৩ জোড়া, গলার হার-১৪ টি এবং কানের দুল-৪১ জোড়া) এবং ০১ টি ব্যাটারী চালিত ভ্যান আটক করে। যার আনুমানিক মুল্য ১,১৬,১০,৩১২/-(এক কোটি ষোল লক্ষ দশ হাজার তিনশত বার) টাকা।