গত ০৮ অক্টোবর ২০১৭ তারিখ চুয়াডাংগায় অবস্থিত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহলদল অভিযান পরিচারনা করে মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা উত্তর পাড়া নামক স্থান হতে ০১ জন আসামী মোঃ হায়াত আলী সহ ২৫ বোতল ফেনসিডিলি আটক করে। একই তারিখে সুলতানপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে নাস্তিপুর মাথাভাংগা নদীরপাড় নামক স্থান হতে ১৬২ বোতল ফেনসিডিল এবং ১২ বোতল মদ আটক করে। এছাড়াও ০৯ অক্টোবর ২০১৭ তারিখ উথুলী বিওপির টহলদল চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী আমতলা মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেনসিডিল আটক করে। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য= ১,১২,০০০/-(এক লক্ষ বার হাজার)টাকা।