Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের সুলতানপুর এলাকা থেকে ৩.১৬৩ কেজি ওজনের ছোট-বড় ১০টি স্বর্ণের বার জব্দ ।


প্রকাশন তারিখ : 2023-03-24
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের সুলতানপুর এলাকা থেকে ৩.১৬৩ কেজি ওজনের ছোট-বড় ১০টি স্বর্ণের বার জব্দ ।
অদ্য ২৩ মার্চ ২০২৩ তারিখে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণ পাচার করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে অস্ত্র ব্যাটালিয়নের অধিনায়ক সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশের জন্য অবস্থান করে। আনুমানিক বিকেল ০৩.০০ ঘটিকায় উক্ত এলাকা দিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবি টহলদল উক্ত ভ্যানটির গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক আরোহী টহলদলকে দেখতে পেয়ে দ্রুত ভ্যান হতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ভ্যানের উপর একটি গমের ভূষির বস্তা জব্দ করে। ভ্যানে অবস্থানরত অন্যান্য আরোহীদেরকে বস্তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বস্তাটি পালিয়ে যাওয়া ব্যক্তির বলে টহলদলকে জানায়। পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয়ের ব্যাপারে টহলদল তাদেরকে জিজ্ঞাসা করলে তারা পলাতক ব্যক্তিকে চিনে না বলে জানায়। জব্দকৃত গমের ভূষির বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় আনুমানিক ০৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে দর্শনা থানায় মামলা করতঃ জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।