Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে উখিয়া সীমান্ত থেকে ১,০০,০০০ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারী আটক।


প্রকাশন তারিখ : 2023-02-16
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে উখিয়া সীমান্ত থেকে ১,০০,০০০ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারী আটক।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকালে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা মায়ানমার হতে বাংলাদেশে এনে ক্রয়-বিক্রয় করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪ নং রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বর্ণিত স্থান থেকে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা’সহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বশির আহম্মদের ছেলে শরিফ হোসেন (২১) নামক একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারীকে ইয়াবা’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
May be an image of 4 people and people standing