বিজিবিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত।
প্রকাশন তারিখ
: 2023-09-28
বিজিবিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবি'র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবি'র সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে সারাদেশে বিজিবি'র সকল ইউনিটে প্রীতিভোজের আয়োজন করা হয়। বাদ জোহর পিলখানাস্থ বিজিবি'র কেন্দ্রীয় মসজিদসহ সারাদেশে বিজিবি'র রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদসমূহে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাত করা হয়।
পিলখানায় আয়োজিত সকল অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তাবৃন্দ, সকল পর্যায়ের বিজিবি সৈনিকগণ এবং অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।