সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০২২
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে ৮০,০০০ পিস ইয়াবা এবং ৩.৩২২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ১ জন স্বর্ণ পাচারকারী আটক ।
প্রকাশন তারিখ
: 2022-08-26
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে ৮০,০০০ পিস ইয়াবা এবং ৩.৩২২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ১ জন স্বর্ণ পাচারকারী আটক ।
বর্তমান সরকারের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট ২০২২ তারিখে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২,৪০,০০,০০০/-( দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮০,০০০ পিস ইয়াবা এবং ২,২৭,৮১,৬৮৭/-(দুই কোটি সাতাশ লক্ষ একাশি হাজার ছয়শত সাতাশি) টাকা মূল্যের ৩.৩২২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
গত ২৪ আগস্ট ২০২২ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়নের বালুখালী বিওপির টহলদল উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির রহমতের বিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ০৩.২০ ঘটিকার সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক পাচারকারী চক্র বিজিবি টহলদলের উপর গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা নাফ নদী পাড় হয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮০,০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও একই দিনে ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় চোরাকারবারী বিপুল পরিমান স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিওপি’র একটি আভিযানিক টহলদল উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাস্টমস মোড় নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ১৫৩০ ঘটিকায় ০১ জন ব্যক্তিকে সীমান্ত হতে কুতুপালং এর দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করতঃ তাকে পুঙ্খানোপুঙ্খভাবে তল্লাশী করে কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ২,২৭,৮১,৬৮৭/- (দুই কোটি সাতাশ লক্ষ একাশি হাজার ছয়শত সাতাশি) টাকা মূল্যের ৩.৩২২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীর নাম কবির আহম্মদ (৩০), পিতা-জাফর আহমদ, গ্রাম-তুমব্র পশ্চিমকুল, ডাকঘর-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি ও জেলা-বান্দরবান।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪,৬৭,৮১,৬৮৭/- (চার কোটি সাতষট্টি লক্ষ একাশি হাজার ছয়শত সাতাশি) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাননীয় উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
বিস্তারিত
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মোঃ খোদা বখস চৌধুরী
বিস্তারিত
মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল
বিস্তারিত
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর