বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪ বোতল LSD (Lysergic Acid Diethylamide) সহ একজন আটক।
প্রকাশন তারিখ
: 2023-04-26
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪ বোতল LSD (Lysergic Acid Diethylamide) সহ একজন আটক।
গতকাল রাতে নিজস্ব তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ কাকডাংগা বিওপি‘র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে ভারত হতে বাংলাদেশে পাচারকালে ০৪ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় LSD (Lysergic Acid Diethylamide) সহ মোঃ ইছাহাক (৪২), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম-কেড়াগাছি, ডাকঘর-কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা‘কে আটক করে।
জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।