০৯ অক্টোবর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকার কয়া বিওপির টহলদল অভিযান পরিচালনা করে রামভদ্রপুর মাঠের মধ্যে, পাঁচবিবি এবং জয়পুরহাট হতে ভারতীয় ফেনসিডিল ৯৯ এবং ভারতীয় ইন্জেকশন কুপিজেসিক-৪০০০টি উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য =৪,৩৯,৬০০/-(চার লক্ষ উনচলি।লশ হাজার ছয়শত)টাকা।