২৩ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা মরিচ্যা যৌথ চেকপোষ্টে উখিয়া হতে কক্সবাজারগামী সী লাইন যাত্রীবাহী বাস তল্লাশী করে ধৃত আসামী মোঃ আব্দুর শুকুর (২২), পিতা-মৃত জালাল আহমেদ, গ্রাম-চরপাড়া, পোষ্ট ও থানা-মহেষখালী এবং জেলা-কক্সবাজার এর শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ১১২০ পীস বার্মিজ ইয়াবা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা।