০৯ অক্টোবর ২০১৭ তারিখ ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মাধবপুর থানাধীন শিয়ালউড়া নামক স্থান হতে ধর্মঘর বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে ১৩৪ পিচ ভারতীয় শাড়ি আটক করে। আটককৃত শাড়ির আনুমানিক সিজার মূল্য= ২০,১০,০০০/- (বিশ লক্ষ দশ হাজার) টাকা।