২৮ আগস্ট ২০১৭ তারিখ নীলডুমুরে অবস্থিত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপি’র বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল বিদেশী মদ আটক করে। এছাড়াও অপর একটি চোরাচালান বিরোধী অভিযানে কালীগঞ্জ বিওপির টহল দল তল্লাশী অভিযান পরিচালনা করে ৮০ কেজি কপি চা, MORINGA LITE ১২০ পিস এবং ASTASHINE বিভিন্ন সাইজের ৪৬ বোতলসহ অন্যান্য মালামাল আটক করে। উল্লিখিত দু’টি অভিযানে সর্বমোট ৫,৭৮,৭০০/-(পাঁচ লক্ষ আটাত্তর হাজার সাতশত)টাকা।