গত ০১ আগস্ট ২০১৭ তারিখ চুয়াডাঙ্গায় অবস্থিত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীনস্থ সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মদনা মাঠ এলাকায় বিশেষ টহলে গমন করে। বিজিবি টহল দলের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করে ০২ জন লোক হাতে ব্যাগ নিয়ে বাশ বাগানের দিকে দৌড় দিলে বিজিবি টহল দলও তাদেরকে ধরার জন্য ধাওয়া করে। এক পর্যায়ে তারা হাতের ব্যাগগুলো বাশ বাগানের পার্শ্বে ঝোপের ভিতর ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল দল দ্রুত ঝোপের ভিতর হতে ০২ টি ব্যাগ উদ্ধার করে, যার ভিতর হতে ৫ কেজি ৯৩০ গ্রাম ওজনের ০৪ টি বড় বোতল কোবরা সাপের বিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ০৪ টি বড় বোতলে আনুমানিক ৩ কেজি ৩০ গ্রাম কোবরা সাপের বিষ পাওয়া যায়। উক্ত কোবরা সাপের বিষের আনুমানিক মূল্য ২০,৯৩,৩৬,৬৪০/-(বিশ কোটি তিরানব্বই লক্ষ ছত্রিশ হাজার ছয়শত চল্লিশ) টাকা।