১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুষ্টিয়ায় অবস্থিত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি’র দুটি বিশেষ টহল দল কুষ্টিয়ার আতারপাড়া চর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আবু সুফিয়ান হালদার (৩২), পিতা- আব্দুল আজিজ হালদার এবং ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ আজিম হালদার (৩৩), পিতা- মোঃ জাহাঙ্গীর হালদারকে আটক করে। উভয়ের গ্রাম- আতারপাড়া, পোষ্ট- চিলমারী, থানা- দৌলতপুর, জেলা কুষ্টিয়া। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদেরকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার)টাকা।