বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
প্রকাশন তারিখ
: 2023-03-18
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
অদ্য ১৭ মার্চ ২০২৩ তারিখ বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি সীমান্ত সুরক্ষা টহলদল দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ থেকে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে শশ্মানঘাট এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক রাত ২০০০ ঘটিকায় টহলদল মায়ানমার হতে একটি কাঠের নৌকা যোগে ৩/৪ জন ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় কিছু বস্তা নামাতে দেখে। উক্ত সময় বিজিবি টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা নিয়ে মায়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদলের মধ্য হতে একজন বিজিবি সদস্য ফায়ার করে তাদেরকে থামানোর চেষ্টা করে। এসময় সশস্ত্র চোরাকারবারীরাও বিজিবি টহলদলকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে মায়ানমারের অভ্যন্তরে নাফফোড়াদ্বীপের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া দু’টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করতে সক্ষম হয়।
উল্লেখ্য, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।