সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুলাই ২০২৪
নেপালে অনুষ্ঠিত ‘1st South Asian Targetball Championship & 3rd International Targetball Achievers Cup 2024-25’ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার ৬টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মধ্যে '1st South Asian Targetball Championship & 3rd International Targetball Achievers Cup 2024-25’ প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অদ্য ১১ জুলাই ২০২৪ তারিখ সকালে বাংলাদেশ বনাম নেপাল এর মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশ ১৯-১৪ গোলের ব্যবধানে নেপাল’কে পরাজিত করে। এছাড়া অদ্য বিকেলে বাংলাদেশ বনাম ভারত এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশ ২০-১৬ গোলের ব্যবধানে ভারত’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, বর্ণিত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিজিবি হ্যান্ডবল দলের ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক টার্গেটবল ফেডারেশনের সভাপতি ড. সনু শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকাশন তারিখ
: 2024-07-13
নেপালে অনুষ্ঠিত ‘1st South Asian Targetball Championship & 3rd International Targetball Achievers Cup 2024-25’ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার ৬টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মধ্যে '1st South Asian Targetball Championship & 3rd International Targetball Achievers Cup 2024-25’ প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অদ্য ১১ জুলাই ২০২৪ তারিখ সকালে বাংলাদেশ বনাম নেপাল এর মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশ ১৯-১৪ গোলের ব্যবধানে নেপাল’কে পরাজিত করে। এছাড়া অদ্য বিকেলে বাংলাদেশ বনাম ভারত এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশ ২০-১৬ গোলের ব্যবধানে ভারত’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, বর্ণিত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিজিবি হ্যান্ডবল দলের ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক টার্গেটবল ফেডারেশনের সভাপতি ড. সনু শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাননীয় উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
বিস্তারিত
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মোঃ খোদা বখস চৌধুরী
বিস্তারিত
মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল
বিস্তারিত
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর