১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র একটি বিশেষ টহলদল গত ১৪ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ২০১৫ ঘটিকায় কোতয়ালী থানার অন্তর্গত গোলাবাড়ী নামক স্থান হতে ১০০ বোতল ফেন্সিডিল ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৪ বোতল হুইস্কি, ৩০০ গ্রাম গাঁজা, ০২ বোতল ফেন্সিডিল, ০১ বোতল বিয়ার, ০১ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৪৭২০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৪৮ প্যাকেট বিস্কুট, ১৪৪ টি কসমেটিকস সামগ্রী, ০২ টি হরলিক্স, ৩৭ টি গার্মেন্টস সামগ্রী, ০২ বোতল তালমিছরি এবং ০১ টি বাইসাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬,৪৭,৫০০/- (ছয় লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত)টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।