Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৪

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারী বিওপির টহলদল সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি, সানগ্লাস, কম্বল, সাবান, সুপারি, সিরামিক সামগ্রী, গরু, গাড়ীর টায়ার, শুটকি, মদ এবং বাংলাদেশ হতে ভারতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিংমাছসহ প্রাইভেটকার ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে।


প্রকাশন তারিখ : 2024-11-30
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারী বিওপির টহলদল সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি, সানগ্লাস, কম্বল, সাবান, সুপারি, সিরামিক সামগ্রী, গরু, গাড়ীর টায়ার, শুটকি, মদ এবং বাংলাদেশ হতে ভারতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিংমাছসহ প্রাইভেটকার ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে।
 
 
 
 
 
 
 
 
 
reac