Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০১৭

৪ বিজিবি’র অভিযানে ৩১,৪৭,২৭৪/- টাকা মূল্যের মাদক এবং বিভিন্ন প্রকার ভারতীয় আতশ বাজি আটক


প্রকাশন তারিখ : 2017-10-07

 

০৭ অক্টোবর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০১টি মিনি ট্রাকসহ ভারতীয় ফেনসিডিল ১৪৫ বোতলভারতীয় হুইস্কি ৫০ বোতল এবং বিভিন্ন প্রকার আতশ বাজি ২,০৫,৪২৩টি উদ্ধার করে। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য=৩১,৪৭,২৭৪/-(একত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার দুইশত চুয়াত্তর)টাকা।