১০ বিজিবি’র অভিযানে ০৩ (তিন) জন আসামী এবং ৫,০১,৪০০/- টাকা মূল্যের
০৫ অক্টোবর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মাসুম মিয়াসহ ০১ বোতল হুইস্কি আটক করে। ০৭ অক্টোবর ২০১৭ তারিখ উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানে পরিচালনা করে সাতঘরিয়া বিওপি’র টহলদল বেতিয়ারা নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ইউসুব মিয়াসহ ২০ বোতল ফেনসিডিল এবং ০২ কেজি গাঁজা আটক করে।একই দিনে উক্ত ব্যাটালিয়নের চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত নোয়াপুর নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ লিমন মিয়াসহ ৪৪ বোতল হুইস্কি আটক করে। মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদ্বয়কে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৩ বোতল হুইস্কি, ৪৮ বোতল ফেনসিডিল এবং ১৭৫১০টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫,০১,৪০০/-(পাঁচ লক্ষ এক হাজার চারশত)টাকা।