Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফে ব্যাটালিয়নের অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।


প্রকাশন তারিখ : 2023-01-29
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফে ব্যাটালিয়নের অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।
গোপন সংবাদাতার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অদ্য ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৮০০ মিটার পূর্বদিকে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় মাদক কারবারীরা মাদকের একটি চালান বাজারজাত করার উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে একটি টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান এলাকায় তল্লাশী কার্যক্রম শুরু করে। তল্লাশী কার্যক্রমের এক পর্যায়ে টহলদল একটি বড় কেওড়া গাছের ভিতর অভিনব উপায়ে লুকিয়ে রাখা কালো প্লাস্টিক দিয়ে মোড়ানো একটি কার্টুন সনাক্ত করতে সক্ষম হয়। টহলদল উক্ত কার্টুনটি জব্দ করে তার ভিতরের ১০টি প্যাকেট থেকে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজারমূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা।
পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
No photo description available.