বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১.৫১৫ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার আটক।
প্রকাশন তারিখ
: 2023-04-01
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১.৫১৫ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার আটক।
বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে যশোর জেলার চৌগাছা থানাধীন সীমান্তবর্তী লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ১.৫১৫ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার আটক করা হয়েছে।
অদ্য ৩১ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যায় বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন চোরাকারবারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ টহলদল তৎক্ষনাৎ কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায়। পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। অতঃপর বিজিবি টহলদল উক্ত স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.৫১৫ কেজি এবং বর্তমান মূল্য প্রায় ১,৫১,৫০,০০০/- (এক কোটি একান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের করত: আটককৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।