০৭ অক্টোবর ২০১৭ তারিখ জয়পুরহাটে অবস্থিত ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নরে দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৪৪৫ ঘটিকায় পাচঁবিবি ক্যাম্পের টহলদল অভিযান পরিচালনা করে বিন নগর হতে ভারতীয় শাড়ী ৯টি, ভারতীয় জিরা ৩৫ কেজি, ভারতীয় ডোনা তাস ৪১ ডজন এবং ভারতীয় বেড শীট ২টি উদ্ধার করে। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য=১,০৩,৭০০/- (এক লক্ষ তিন হাজার সাতশত) টাকা।