Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ সেপ্টেম্বর ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০২ জন আসামী এবং ১১,২৩,৮৫০/- টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-09-10

০৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপি’র গোলাবাড়ী পোষ্ট এর টহল দল কুমিল্লার কোতয়ালী থানার অর্ন্তগত তালতলা খরবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে ০১ টি ৭৬৫ এমএম পিস্তল, ০৬ রাউন্ড পিস্তলের গুলি, ০১ টি পিস্তলের কভার ও  চেইন, বাংলাদেশী নগদ ১,১৭,৪৫০/- টাকা, ০১ টি মোবাইল ফোন এবং ০১ টি মোটর সাইকেলসহ মোঃ শহিদুল্লাহ (৬০), পিতা- মৃত হাজী সিরাজুল ইসলাম, গ্রাম- মনিপুর, পোষ্ট- কাবিলা বাজার, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লাকে আটক করে। এছাড়াও একই দিনে উক্ত বিওপি’র কটক বাজার পোষ্ট এর টহল দল কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর উত্তর মাথা নামক স্থানে অভিযান পরিচালনা করে ০১ বোতল হুইস্কি এবং ১০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইনু মিয়া (৪৭), পিতা- মৃত আব্দুর রশীদ, গ্রাম- ছনগাঁও, পোষ্ট- কান্দিরপাড়, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা ও মাদকদ্রব্যসহ কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে  ৪৭ বোতল ভারতীয় হুইস্কি, ৭৫ বোতল ফেন্সিডিল, ০৫ কেজি গাঁজা, ০২ টি বিয়ার ক্যান, ০৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ২০,০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত নগদ টাকাসহ আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১১,২৩,৮৫০/- (এগার লক্ষ তেইশ হাজার আটশত পঞ্চাশ) টাকা।