০৬ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১৬৫০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা মরিচ্যা যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস তল্লাশী করে মোঃ ওসমান গনি (৪০), পিতা-মৃত সালেহ আহমেদ, গ্রাম-জাদিমোড়া নওয়াপাড়া, পোষ্ট-রাঙ্গাবালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৩৬৯০ পিস বার্মিজ ইয়াবা এবং ০১টি মোবাইল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-১১,০৮,৫০০/- (এগার লক্ষ আট হাজার পাঁচশত) টাকা।