Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা সীমান্ত থেকে ৩,৪৯,৫৯,৫৩৪/- (তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ ঊনষাট হাজার পাঁচশত চৌত্রিশ) টাকা মূল্যের ৫.০১৪ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার।


প্রকাশন তারিখ : 2022-10-14
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা সীমান্ত থেকে ৩,৪৯,৫৯,৫৩৪/- (তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ ঊনষাট হাজার পাঁচশত চৌত্রিশ) টাকা মূল্যের ৫.০১৪ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার।
অদ্য ১৪ অক্টোবর ২০২২ তারিখ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স-এর নেতৃত্বে খুলনা ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৮৮ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট গ্রামস্থ উত্তর অগ্রভূলাট নামক স্থানে নদীর পাড়ে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ০৩ জন ব্যক্তি টহলদলের নিকটবর্তী হলে বিজিবি টহলদল তাদেরকে সন্দেহজনকভাবে থামতে বললে তারা দৌড়ে পালালোর চেষ্টা করে। তৎক্ষণাত বিজিবি টহলদলের সদস্যগণ জীবনের ঝুঁকি নিয়ে উক্ত স্বর্ণ পাচারকারীদের আটকের জন্য পিছনে ধাওয়া করে এবং একজন ব্যক্তির কোমরে লুঙ্গির সাথে পেচানো স্বর্ণের ব্যাগটি ধরে ফেললে উক্ত ব্যক্তি লুঙ্গি ছেড়ে ইছামতি নদীতে ঝাপ দিয়ে সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত অভিযানে বিজিবি টহলদল ৫.০১৪ কেজি ওজনের মোট ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-৩,৪৯,৫৯,৫৩৪/- টাকা।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 5 people and people standing