Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন কর্তৃক ০১ কেজি ওজনের ০৯টি স্বর্ণের বার জব্দ ।


প্রকাশন তারিখ : 2022-11-27
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন কর্তৃক ০১ কেজি ওজনের ০৯টি স্বর্ণের বার জব্দ
গত ২৬ নভেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর তত্বাবধানে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম হোসেনের নেতৃত্বে বেনাপোল আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী হতে কাগজপুকুরগামী একটি অটোভ্যানকে থামানোর চেষ্টা করা হলে ভ্যান চালক বিষয়টি বুঝতে পেরে অত্যন্ত সুকৌশলে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটি তল্লাশী করে ভ্যানের ছিটের সম্মুখ সারিতে কাঠের বাতা দিয়ে বিশেষ কায়দায় ঢেকে রাখা একটি গর্তের মধ্যে ০৯টি স্বর্ণের বার পাওয়া যায়। সোর্সের তথ্য অনুযায়ী ভ্যানটির চালক হিসেবে শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মোঃ মিলন ওরফে ছোট বাবু (৩৫) ছিল বলে জানা যায়। উক্ত পলাতক ব্যক্তিকে আটক করার জন্য বিজিবি’র প্রচেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকৃত ০৯টি স্বর্ণের বারের ওজন আনুমানিক ০১ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৯৩,৫০,০০০/- (তিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
পলাতক ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 4 people, people standing and text that says "ব্যাটালিয়ন (8 মिজिর্ীা বশর বেনাপোল বিওপি"