Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০১৭

রুমাতে ৫৩ বিজিবি’র অভিযানে ৬,৬৭,১২০-টাকা মূল্যমানের কাঠ উদ্ধার


প্রকাশন তারিখ : 2017-05-21

২১ মে ২০১৭ তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে (বিএসবি/আরআইবি) ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এর নির্দেশনা মোতাবেক সুবেদার মীর মাজেদ আলীসহ মোট ১০ জনের একটি বিশেষ টহল দল  ব্যাটালিয়ন হতে অনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে ছায়াগ্ররহ পাড়া নামক স্থানে রাস্তার পার্শ্ব হতে বিভিন্ন সাইজের ১৬৬.৭৮ সিএফটি অবৈধ সেগুন গোল কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের অানুমানিক মূল্য ৬,৬৭,১২০ (ছয় লক্ষ সাতষট্টি হাজার একশত বিশ) টাকা। অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারী দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি কর্তৃক অাটককৃত কাঠ পাইন্দু রেঞ্জ অফিসে জমা করা হয়।