১৬ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০৯০০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা মরিচ্যা যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে কক্সবাজারগামী সরাসরি স্পেশাল যাত্রীবাহী বাস তল্লাশী করে ধৃত আসামী মোঃ মাহমুদ মিয়া (৩৮), পিতা-মোঃ হাবিবুর রহমান, গ্রাম-দক্ষিণ লেংগুরবিল, পোষ্ট-মিরারছড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর শরীরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ৬৬০ পীস বার্মিজ ইয়াবা এবং ০১টি মোবাইল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১,৯৯,৫০০/- (এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত) টাকা।