Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ৬,৫৪,৭০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-08-30

গত ২৯ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি’র একটি বিশেষ টহলদল  চৌদ্দগ্রাম থানার অন্তর্গত বাবুর্চিবাজার কবরস্থান নামক স্থান হতে ১৩ বোতল হুইস্কি ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০৫ বোতল হুইস্কি, ৬২০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৭০টি শাড়ী, ১২টি হরলিক্স, ১৫৮টি প্যাম্পার্স, ৫১০০টি ইনো এবং ৫০০টি মুলি বাঁশ মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,৫৪,৭০০/- (ছয় লক্ষ চুয়ান্ন হাজার সাতশত) টাকা।