Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাংগায় ৬ বিজিবি’র অভিযানে বিভিন্ন সময়ে আটককৃত ১০,৪৩,২২,৭০২/ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস


প্রকাশন তারিখ : 2017-09-25

চুয়াডাংগায় অবস্থিত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে আটককৃত  ১,০০,৫৮৮ বোতল ফেনসিডিল, ১০৭ কেজি ৯১৫ গ্রাম গাঁজা, ৩৭,৮৩১ বোতল মদ এবং ২৩,২১১ পিস ইয়াবা ট্যাবলেট ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে ব্যাটালিয়ন সদর প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়েছে। উক্ত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১০,৪৩,২২,৭০২/- (দশ কোটি তেতাল্লিশ লক্ষ বাইশ হাজার সাতশত দুই) টাকা। উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল আবু সঈদ আল মসউদ, পিএসসি। উক্ত অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ রাশিদুল আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চুয়াডাংগার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মুহাম্মদ লুৎফুল কবীর জি+, পৌরসভার মেয়র মোঃ ওবায়দুর রহমান চৌধুরী জিপু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসলাম হোসেন, অন্যান্য সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, এলাকার বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামগণ এবং স্কুল/কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।