১২ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় লালমনিরহাটে অবস্থিত ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন কুলাঘাট বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা লালমনিরহাট জেলার চরখাটামারী নামক এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করে ০১ কেজি ভারতীয় গাঁজাসহ ০২ জন মাদক চোরাকারবারীকে আটক করে। এছাড়া ১১ এবং ১২ আগস্ট ২০১৭ তারিখ লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত এলাকা (মাস্টারপাড়া, বামনদল, ডাঙ্গাপাড়া, চওরাটারী, চুলকানীর বাজার, দূর্গাপুর বাজার) হতে চোরাচালান অভিযান পরিচালনা করে ৪৭টি ভারতীয় গরু এবং ২২টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত গরু, মহিষ এবং মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫২,৩৩,৫০০/- (বায়ান্ন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত) টাকা।