Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ৫২,২৬,৩০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-10-14

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত আনন্দপুর বিওপি’র একটি বিশেষ টহলদল অদ্য ১৪ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক ০৬৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অন্তর্গত আমজাদের বাজার প্রেট্রোল প্যাম্প স্থান হতে ৩৯০২১০ টি আতশবাজি (৪৮,৪০,৪০০/-) ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৭ বোতল হুইস্কি (৪০,৫০০/-), ০১ বোতল ফেন্সিডিল (৪০০/-), ১৬৮৫০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট (৩,৩৭,০০০/-) এবং ০১ টি বাই সাইকেল (৮,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫২,২৬,৩০০/- (বায়ান্ন লক্ষ ছাব্বিশ হাজার তিনশত)টাকা।