২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখ যশোরে অবস্থিত ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মহসিন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩২৪ বোতল ফেনসিডিল, ০১ কেজি গাঁজা, ০১ টি মোটর সাইকেল, ০১ টি মোবাইলসহ ১। মো: মুকুল মিয়া (২৮), পিতা- মো: মশিয়ার রহমান, গ্রাম- শিবনগর, ২। মো: তরিকুল ইসলাম (২৫), পিতা- মো: মিজানুর রহমান, গ্রাম- ফুলসারা উভয়ের ডাকঘর- নিমতলা, থানা- চৌগাছা, জেলা- যশোরকে আটক করে। মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটককৃত ব্যক্তিদেরকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩,৩৬,৫০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত) টাকা।