Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০১৭

টেকনাফে ২ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ (মিয়ানমার নাগরিক) ৩৬,৬৯,৬০০/- টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী টাকা, মিয়ানমারের কিয়াট এবং মোবাইল ফোন আটক


প্রকাশন তারিখ : 2017-09-14

১৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখ টেকনাফে অবস্থিত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র চেক পোষ্টের টহল দল হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি’র যাত্রীদের তল্লাশী করে স্কুল ব্যাগ হতে ১২,২৩২ পিস ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী নগদ ২৭,০০০/- টাকা, মিয়ানমারের নগদ ৬৫,০০০ কিয়াট এবং ০১ টি মোবাইলসহ মজিবর রহমান (২৫), পিতা- মৃত নুর মোহাম্মদ, গ্রাম- নন্দাখালী, ডাকঘর+থানা- মংডু, জেলা- আকিয়াব (মায়ানমার)কে আটক করে। আটককৃত মাদকদ্রব্য, টাকা, কিয়াট এবং মোবাইল এর সর্বমোট সিজার মূল্য ৩৬,৬৯,৬০০/- (ছত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার ছয়শত) টাকা। মাদকদ্রব্য, বাংলাদেশী টাকা, মিয়ানমারের কিয়াট এবং মোবাইলসহ আটককৃত মিয়ানমার নাগরিককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।