২৫ জুলাই ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরি বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপির টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত গোলাবাড়ী নামক স্থান হতে ১১০০টি ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মোছাঃ আঞ্জু মনোয়ারা (৪৮), স্বামী-মোঃ আব্দুল খালেক, গ্রাম-শুভপুর, পোষ্ট-মোগলটুলী, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫ বোতল হুইস্কি, ৫২ টি সেনেগ্রা ট্যাবলেট এবং ৮০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৫,৯৭,৭০০/-(পাঁচ লক্ষ সাতানব্বই হাজার সাতশত) টাকা।